×
  • প্রকাশিত : ২০২২-০৭-২৬
  • ৬০ বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৭৫ জনে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৬২১ জন। ফলে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ দুই হাজার ৯৪৪ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার পাঁচজনের মৃত্যু এবং ৫৪৮ দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ১৩২টি। এর মধ্যে চারজনের মৃত্যু এবং ৬২১ জনের দেহে করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছে এক হাজার ১৩২ জন। নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১৪ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ দুই হাজার ৯৪৪ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৭৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ লাখ ৩৮ হাজার ৩৭২ জন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat