দেশে সম্প্রতি করোনাভাইরাসে যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে প্রায় ৭০ শতাংশই কোনো টিকা নেননি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম গতকাল রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
এদিকে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো চারজন মারা গেছেন। আগের দিন শনিবারও মারা গেছেন চারজন।
আগের দিনের চেয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ কমেছে ৩.০৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৬৬ জন। মৃত্যুর হার ১.৪৬ শতাংশ। গত শনিবার করোনায় শনাক্তের হার ছিল ১০.১০ শতাংশ। গতকাল রবিবার তা কমে দাঁড়িয়েছে ৭.০৪ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৯৭২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ এক হাজার ৭৭৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩০ জন। আগের দিন চার হাজার ৪১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে করোনা আক্রান্তদের মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৫ হাজার ৯৬৩ জন। সুস্থতার হার ৯৬.৭১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬.৬৭ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় তিন হাজার ৭৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪১ জন। শনাক্তের হার ৩.৭২ শতাংশ। গত শনিবার শনাক্তের হার ছিল ৮.৫১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম গতকাল ঢাকার একটি হোটেলে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেন, ‘টিকা শতভাগ মৃত্যু নিয়ন্ত্রণ করতে না পারলেও যাঁরা টিকা নিয়েছেন, তাঁরা এক ধরনের সুরক্ষা পেয়েছেন। তাঁদের মধ্যে কেউ আক্রান্ত হলেও জটিলতা অনেকাংশেই কমে গেছে। সম্প্রতি করোনায় যাঁরা মারা গেছেন, তাঁদের ৭০ শতাংশ কোনো টিকা নেননি। ’
মহাপরিচালক বলেন, টিকা নিলে কেউ মারা যাবে না, এটাও তো বলা হয়নি। কিন্তু অনেক গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে। নিশ্চয়ই এটাতে উপকার আছে। সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে।
অনেকে মডার্নার টিকার দ্বিতীয় ডোজ পাননি, কবে নাগাদ পেতে পারে জানতে চাইলে খুরশীদ আলম বলেন, যাঁরা টিকা পাননি, তাঁরা অবশ্যই পাবেন। ব্যবস্থা করে দেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..