×
  • প্রকাশিত : ২০২২-০৭-২৪
  • ১৮৪ বার পঠিত
টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টি নেমেছে ঢাকায়। এতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী। আজ রবিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।

আজ সকাল ১০টার পর থেকেই ঢাকার আকাশে মেঘ জমতে থাকে।

চারদিক থেকে মেঘ জমে আকাশ কালো হয়ে যায়। এরপর রাজধানীজুড়ে সাড়ে ১১টা নাগাদ বৃষ্টি নামে। এতে গরম কিছুটা কমতে পারে। তবে বৃষ্টির কারণে প্রস্তুতি ছাড়া ঘর থেকে বের হওয়া লোকজনকে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে। ভিজে ভিজে কাউকে কাউকে নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ কালের কণ্ঠকে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হলে এতে তাপমাত্রা তেমন কমছে না। চলতি মাসে ২৯ থেকে ৩১ তারিখ এই তিন দিন বৃষ্টি বাড়বে। তাপমাত্রা কিছুটা কমতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat