×
  • প্রকাশিত : ২০২২-০৭-২০
  • ৭৬ বার পঠিত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোকে বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বর্তমানে ব্রাজিল নিরপেক্ষ দেশ হিসেবে আছে। কিন্তু তিনি ব্রাজিলের এ নিরপেক্ষ অবস্থানকে সমর্থন করেন না। 

জেলেনস্কি আরও জানিয়েছেন, তিনি ব্রাজিলের প্রেসিডেন্টকে বলেছেন, তিনি চান ব্রাজিল ইউক্রেনকে সমর্থন দিক। 

ব্রাজিলের গ্লোবোনিউজের সঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটি বলেছেন জেলেনস্কি। সেই সাক্ষাৎকারের একটি ভিডিও নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছেন তিনি। 

সেখানে ব্রাজিলের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে জেলেনস্কিকে বলতে শোনা যায়, আপনি মধ্যভাগের কোথাও থাকতে পারেন না। আমি এমন অবস্থানকে সমর্থন করি না।
এর আগে প্রেসিডেন্ট জেলেনস্কি একটি টুইটে জানিয়েছিলেন, তিনি ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তিনি কখন জেয়ার বোলসোনারোর সঙ্গে কথা বলেছেন সে বিষয়টি নিশ্চিত নয়।

জেলেনস্কি দাবি করেছেন, ব্রাজিল প্রেসিডেন্ট তাকে বলেছেন, তিনি ইউক্রেনকে সমর্থন করেন।এর সার্বভৌমতাকে সমর্থন করে কিন্তু ব্রাজিল নিরপেক্ষ অবস্থান নিয়েছে। 

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার সমালোচনা করা থেকে বিরত থেকেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তাছাড়া রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞাতেও সামিল হননি তিনি। 

সূত্র: সিএনএন  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat