×
  • প্রকাশিত : ২০২২-০৭-১৮
  • ৮৯ বার পঠিত
নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই দিন ইরানে যাবেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানও। 

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানে গিয়ে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের শস্য নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট পুতিন।

পুতিনের আন্তর্জাতিক নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকোভ এ ব্যাপারে বলেন, ইউক্রেনের শস্য রপ্তানি নিয়ে এরদোগানের সঙ্গে পুতিনের আলোচনা হবে।আমরা এ পথে কাজ চালিয়ে যেতে প্রস্তুত।

ইউরি উসাকোভ এমন সময় পুতিন-এরদোগানের শস্য নিয়ে আলোচনার বিষয়টি জানালেন, যখন শোনা যাচ্ছে, এ সপ্তাহের শেষে কৃষ্ণ সাগর দিয়ে শস্য বের করে নিতে ইউক্রেন, তুরস্ক, রাশিয়া এবং জাতিসংঘ একটি চুক্তি করবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও আলাদাভাবে বৈঠক করবেন। তাছাড়া তুরস্ক-ইরান দ্বিপাক্ষিক বৈঠকও হবে। 

বর্তমানে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব থাকায় এ বিষয়টিই এ তিন নেতার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। 

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat