পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, সফররত মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরো বাণিজ্যিক সুবিধা চেয়েছে বাংলাদেশ। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায়, রাজধানীর হোটেল ওয়েস্টিনে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ভিগানের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। করোনা পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানান মন্ত্রী।
এসময় শাহরিয়ার আলম আরো বলেন, রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে নির্বাচনের পর মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্র আবারো কথা বলবে। আর যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, এ বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। সূত্র: ডিবিসি।