×
  • প্রকাশিত : ২০২২-০৭-১৫
  • ৮৫ বার পঠিত
গতকাল ভারতের সব সমর্থক আশায় বসে ছিলেন, অবশেষে বুঝি বিরাট কোহলি ফর্মে ফিরছেন! ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দলের ব্যাটিং বিপর্যয়ের শুরুতেও সাবলীল ঢঙে শুরু করেছিলেন কোহলি। তাই নড়েচড়ে বসেছিলেন সবাই। দারুণ তিনটি চার দেখে বীরেন্দর শেবাগ তো টুইট করেই বসেছিলেন ‘আজ কোহলির দিন’ বলে। কিন্তু অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে মাত্র ১৬ রান করেই ফিরেছেন কোহলি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফর্মে ফেরার আরেকটি সুযোগ পাবেন। সেটি কাজে লাগাতে না পারলে তাঁকে ফর্মে ফিরতে দেখার অপেক্ষায় আরও অনেক দিন কেটে যাবে। 

ইংল্যান্ড সফর শেষে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে ভারত। সে সফরের দলে নেই কোহলি। বিশ্রাম দেওয়া হচ্ছে তাঁকে। অনেকেই বলছেন বিশ্রাম পাওয়াটা জরুরি হয়ে উঠেছে কোহলির। যদিও পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদের ধারণা, বিশ্রাম নয়, দল থেকে বাদ দিলেই ফর্মে ফেরা সহজ হবে কোহলির।

টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব বেশি বাকি নেই। এর আগে কোহলির ফর্ম নিয়ে ভারতীয়দের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে। সাবেক অনেক ক্রিকেটার এ ব্যাপারে দ্বিধাবিভক্ত। কেউ বলছেন, খেলতে খেলতেই ফর্মে ফিরবেন কোহলি। ওদিকে অনেকের বিশ্লেষণ, বিশ্রাম পেলেই ঠিক হয়ে যাবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই এমন সিরিজেই বিশ্রাম মিলছে কোহলির। তবে ক্রিকেট পাকিস্তানের সঙ্গে কথোপকথনে সাবেক লেগ স্পিনার মুশতাক বলেছেন, গুরুত্বপূর্ণ সিরিজ থেকে বাদ দিলেই বরং ফর্মে ফিরবেন কোহলি! 

ক্রিকেট পাকিস্তানের কাছে দেওয়া সাক্ষাৎকারে মুশতাক বলেছেন, ‘সে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। বিরাট কোহলির উচিত ক্রিকেট থেকে একদম সরে থাকা, তা সিরিজটা অনেক বড় হলেও। আমার মনে আছে, যখন ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করছিলাম, তখন জোনাথন ট্রট রান পাচ্ছিল না। এখন মনে হচ্ছে, যদি তখন ওকে বাদ দিতাম, তাহলে সে মানসিক ও শারীরিক বিশ্রাম পেয়ে ফর্মে ফিরতে পারত।’

মুশতাকের দাবি, ভালো দলের বিপক্ষে খেলতে না পারলে মানসিকভাবে ভালো করার তাগিদটা আরও বেশি আসে, ‘আপনি যখন বাইরে থেকে আপনার দলকে মানসম্পন্ন দলের বিপক্ষে খেলতে দেখবেন, তখন ভালো করার নতুন অনুপ্রেরণা পাবেন। আগে যত সেঞ্চুরিই করেন না কেন, সব ভুলে যাবেন এবং নতুন আগ্রহ ও ক্ষুধা নিয়ে একদম প্রথম থেকে শুরু করবেন।’ 

এ বছর ৭টি ওয়ানডে খেলে মাত্র ১৫৮ রান করেছেন কোহলি। ৪ টেস্টে ৩১.৪২ গড়ে করেছেন ২২০ রান। আর ৪ টি-টোয়েন্টিতে ১২৮ স্ট্রাইক রেটে তাঁর রান ৮১।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat