×
সদ্য প্রাপ্ত:
প্লাস্টিক আমাদের শরীরের রক্তে, ফুসফুসে, মায়ের দুধে পাওয়া যাচ্ছে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, মার্কিন কূটনীতিকদের বললেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে রিকশা ও ভ্যানচালকদের মতবিনিময় ২২ জানুয়ারি প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু মুসলিম ব্রাদারহুডের ৩ শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন নির্বাচনী মাঠে টেকা নিয়ে ক্রমেই শঙ্কা বাড়ছে জাপা প্রার্থীদের ৮০ হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার প্রকল্প বাতিল, ধারণকৃত ১৪৬৪০ ভিডিওর কী হবে? যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আগামী নির্বাচনে কেউ মেকানিজমের চিন্তা করলে তাদের পালাতে হবে মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস রিচার্জ সুবিধা চালু
  • প্রকাশিত : ২০২২-০৭-১২
  • ৭৪ বার পঠিত
রানির বেশে রাজকীয়ভাবে পর্দায় ফিরতে চলেছেন বলিউড নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘পোন্নিইন সেলভান ওয়ান’ ছবিতে রানি নন্দিনীর রূপে দেখা যাবে তাঁকে। ঐশ্বরিয়াকে পর্দায় রানি করে তুলতে একঝাঁক মানুষের শ্রম আছে বলে জানা গেছে।

মণিরত্নমের ‘পোন্নিইন সেলভান ওয়ান’ (পিএস ওয়ান) ছবিটি ঘিরে শুরু থেকেই আগ্রহ তুঙ্গে। বিশেষ করে এই ছবিতে ঐশ্বরিয়ার রানি নন্দিনীর বেশে প্রকাশ্যে আসতে সিনেমাপ্রেমীদের আগ্রহ বাড়ে।

সম্প্রতি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন তাঁর বউমা ঐশ্বরিয়ার এই ছবির টিজার রিলিজ করেছেন। আর তার পর থেকে উত্তর, তথা দক্ষিণে মণিরত্নমের ছবিটি ঘিরে আগ্রহ বেড়ে চলেছে। রানিবেশে ঐশ্বরিয়ার অপার সৌন্দর্য সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে।

এই এপিক ড্রামাভিত্তিক ছবিতে ঐশ্বরিয়ার অলংকার নির্মাণ করার পেছনে আছে গল্প। ১৮ জন শিল্পী টানা ছয় মাস দিনরাত এক করে ঐশ্বরিয়ার অলংকার বানিয়েছেন। অ্যাশের রানি নন্দিনীর রূপ পূর্ণতা পেয়েছে এই অলংকারের ঝলকানিতে।

জানা গেছে, সাবেক এই বিশ্বসুন্দরীর অলংকার বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল হায়দরাবাদের এক সংস্থাকে। দশম শতাব্দীর রানি-মহারানির গয়নার আদলে ঐশ্বরিয়ার অলংকার নির্মাণ করা হয়েছে। অ্যাশের ঝুমকা, নেকলেস, আংটি কুন্দন দিয়ে বানানো হয়েছে। ছবির পোস্টারেই ঐশ্বরিয়ার অলংকারের দ্যুতি সবার নজর কেড়েছে।

এই বলিউড নায়িকার পোশাক নির্মাণের পেছনেও কঠোর পরিশ্রম লুকিয়ে আছে। ‘পিএস ওয়ান’ ছবিতে ঐশ্বরিয়ার সঙ্গে মূল চরিত্রে দক্ষিণি অভিনেত্রী তৃষাকে দেখা যাবে। জানা গেছে, তৃষার অলংকারও বিশেষভাবে নির্মাণ করা হয়েছে।
পরিচালক মণিরত্নম ‘পিএস ওয়ান’ ছবির জন্য কোনো কার্পণ্য করেননি। সেট ডিজাইন থেকে পোশাক, ভিএফএক্স—সব ক্ষেত্রেই মুড়িমুড়কির মতো টাকা উড়িয়েছেন তিনি।

এই ছবির টিজারেই দেখা গেছে বিশালাকার সেট। দশম শতাব্দীর আদলে এই ব্যয়বহুল সেট নির্মাণ করা হয়েছে। জানা গেছে, ছবির বাজেট ৫০০ কোটি ছাড়িয়ে গেছে। সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় ছবির তালিকায় মণিরত্নমের এই ছবির নাম উঠে এসেছে। ‘পিএস ওয়ান’ ছবির মাধ্যমে চার বছর পর রুপালি পর্দায় ফিরতে চলেছেন ঐশ্বরিয়া। আর তাঁর যে এটা দুর্দান্ত প্রত্যাবর্তন, তা বলার অপেক্ষা রাখে না। 

কারণ, একদিকে মণিরত্নমের মতো পরিচালকের মেগা বাজেটের ছবিতে তিনি, তার ওপর এই ছবিতে তাঁকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। রানি নন্দিনী ছাড়া ঐশ্বরিয়াকে দেবী মন্দাকিনী রূপেও দেখা যাবে। এই দুটির মধ্যে একটি আবার ধূসর চরিত্র। তাই একজন অভিনেত্রী হিসেবে অ্যাশ নিজেকে নানাভাবে মেলে ধরার সুযোগ পাবেন। ১৯৯৫ সালে কল্কি কৃষ্ণমূর্তির লেখা উপন্যাস ‘পোন্নিইন সেলভান’-এর প্রেরণায় ছবিটি নির্মাণ করা হয়েছে। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ভাষায় ছবিটি ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে। জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রাহমান ‘পিএস ওয়ান’ ছবির সংগীত পরিচালনা করছেন। এই ছবিতে অন্যান্য মূল চরিত্রে আছেন বিক্রম, কার্থী, জয়ম রবি, সোবিতা ধুলিপালা, তৃষাসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat