×
  • প্রকাশিত : ২০২২-০৭-১২
  • ৮৭ বার পঠিত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরো সাতজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন রোগী সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে দেশের অন্য কোথাও কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির খবর পাওয়া যায়নি।

সোমবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে সারা দেশে সর্বমোট ৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৭ জন এবং ঢাকার বাইরে সারা দেশে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।       

এ বছর ১ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা সর্বমোট এক হাজার ৪০৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৩১২ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরে একজন রোগীর মৃত্যু হয়েছে।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat