×
  • প্রকাশিত : ২০২২-০৭-০৯
  • ৪৭ বার পঠিত
ব্যাপারীরা যাতে গরু বিক্রির টাকা নিরাপদে নিয়ে যেতে পারেন সে বিষয়ে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, প্রত্যেক বছরই নিরাপত্তার বিষয়ে আমরা প্রস্তুত থাকি। এ বছরও সার্বিক প্রস্তুতি রয়েছে।

আজ শনিবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর কমলাপুরে গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আমরা হাটে ব্যাপারীদের সঙ্গে কথা বলেছি। যারা গরু কিনতে এসেছেন তাদের সঙ্গেও কথা বলেছি। হাট কর্তৃপক্ষের সঙ্গেও বলেছি। ব্যাপারীরা বহুদূর থেকে গরু নিয়ে হাটে এসেছেন, তাদের সমস্যা হচ্ছে কি-না বা ক্রেতাদের সমস্যা আছে কি না আমরা জানার চেষ্টা করেছি। অনেক সময় হাসিল নিয়ে অভিযোগ থাকে এবার হাসিল নিয়ে কারো অভিযোগ আছে কি-না তা জানতে চেয়েছি। হাটের সার্বিক ব্যবস্থাপনার বিষয়েও খোঁজ নিয়েছি।

করোনার হালকা ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, হাট কর্তৃপক্ষকে বলেছি যারা মাস্ক ছাড়া আসবে তাদের জন্য যেন মাস্কের ব্যবস্থা করা হয় বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat