×
  • প্রকাশিত : ২০২২-০৭-০৯
  • ৭৭ বার পঠিত
জার্মানিতে অনুষ্ঠিত ৭১তম নোবেল লরিয়েট মিটিংয়ে (রসায়ন) যোগদান করেছেন কুবি শিক্ষার্থী আফরিনা হক। তিনি রসায়ন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আফরিনের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৬ জুন হতে ১ জুলাই পর্যন্ত ৬০০ তরুণ গবেষক ও ৪০ জন রসায়নে নোবেল বিজয়ী বিজ্ঞানী এ কনফারেন্সে অংশ নেন। এতে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নাম ওয়াজিয়া ফারধা।
কনফারেন্সের বিষয়ে আফরিন বলেন, 'এটি ছিল আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা। তরুণ গবেষক থেকে শুরু করে নোবেল বিজয়ী গবেষকদের সঙ্গে আমার গবেষণাকাজ শেয়ার করেছি এবং খুব কাছ থেকে তাদের গবেষণাকাজ দেখেছি। এতে একটি নেটওয়ার্কিং সৃষ্টি হয়েছে। এই কাঙ্ক্ষিত কনফারেন্স ভবিষ্যতে গবেষণাকাজে অনেক সহায়তা করবে। '

তিনি আরো বলেন, 'আমার এই অর্জনের পেছনে কুবি রসায়ন বিভাগ এবং ছয়-সাত বছরের পড়াশোনা ও চার বছরের গবেষণা ছিল অন্যতম। তা ছাড়া আমার সুপারভাইজার বুয়েটের প্রফেসর ড. আল-নকিব চৌধুরী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দুর রহমান,  দুজনের কাছেই আমি বিশেষভাবে কৃতজ্ঞ। এ ছাড়া কনফারেন্সে আবেদন করার জন্য ড. আল-নকিব চৌধুরী আমাকে উদ্বুদ্ধ করেন। '

এক সপ্তাহব্যাপী অনুষ্ঠিত কনফারেন্সে রসায়নের ওপর চলমান গবেষণা নিয়ে সেশন, লেকচার, আলোচনা, নলেজ শেয়ারিংয়ের মতো একাধিক কার্যক্রমে অংশগ্রহণ করেন কুবির আফরিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat