রাজধানীর কদমতলীতে পুলিশের সোর্স জাকির হোসেনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. ইমন (৩১)। গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় তাকে।
গতকাল শুক্রবার র্যাব-১০ এর উপ-পরিচালক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য জানিয়ে বলেন, গত ১০ ফেরুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় কয়েকজন দুর্বৃত্ত পুলিশের সোর্স ও সিএনজি চালক জাকির হোসেনকে ছুরি দিয়ে বুকে, পেটে ও পিঠে ছুটিকাঘাত করে।
স্থানীয় লোকজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর জাকির হোসেনের স্ত্রী কদমতলী থানায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন জানিয়ে তিনি বলেন, সেই মামলার ছায়া তদন্ত করতে গিয়ে ইমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন স্বীকার করেছে যে, জাকিরের হত্যাকাণ্ডে সে জড়িত ছিল।
এ জাতীয় আরো খবর..