×
  • প্রকাশিত : ২০২২-০৭-০৮
  • ৫৩ বার পঠিত
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের সেবা নিশ্চিত করতে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পাঁচ পরিবহন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ডে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই অভিযান চালিয়ে শরীয়তপুর সুপার সার্ভিস, শরীয়তপুর পদ্মা ট্র্যাভেলস, গ্লোরি এক্সপ্রেসের দুটি, বিআরটিসির একটি বাসের মালিককে জরিমানা করেন।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই বলেন, ঈদ সামনে রেখে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা সার্বক্ষণিক মানুষের সেবা নিশ্চিত করতে মাঠে রয়েছি। পরিবহনগুলো ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে।

এমন অভিযোগে, আমরা অভিযান চালিয়ে দেখেছি, ২৫০ টাকার ভাড়া ৫০০ টাকা করে এবং ১৫০ টাকার ভাড়া ৩০০ টাকা করে যাত্রীদের কাছ থেকে নিচ্ছে। তাই ৫ পরিবহন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছি।
তিনি আরো বলেন, যেকোনো উৎসবেই ঘরমুখো মানুষের ভোগান্তি আর দুর্দশার শেষ নেই। পদ্মা সেতু চালু হওয়ায় অনেকাংশেই দুর্ভোগ ঘুচেছে এ অঞ্চলের জনপদের। মানুষের স্বস্তিতে নিশ্চিন্তে বাড়ি ফেরার জন্য এমন অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat