গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামীকাল। তার আগে বেশ বেকায়দায়ই পড়েছে শ্রীলঙ্কা দল। আরও তিন খেলোয়াড় করোনায় আক্রান্ত। সব মিলিয়ে শ্রীলঙ্কা দলে আক্রান্তের সংখ্যাটা দাঁড়াল পাঁচে।
নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা, পেসার আসিতা ফার্নান্দো ও স্পিনার জেফরি ভ্যানডারসে। গলে দ্বিতীয় টেস্টে তাঁদের দেখার কোনো সম্ভাবনা নেই। প্রথম টেস্টে ১০ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।
ক্রিকইনফো জানিয়েছে, এই তিন ক্রিকেটার ম্যানেজমেন্টকে অসুস্থতার কথা জানানোর পর গোটা শ্রীলঙ্কা দলেরই কোভিড–১৯ পরীক্ষা করানো হয়। কাল তিনজনের পজিটিভ হওয়ার খবর মিলেছে। গলে প্রথম টেস্টে কোভিড–১৯ পজিটিভ হয়ে তৃতীয় দিন মাঠ ছাড়েন তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস।
এরপর আক্রান্ত হন বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা। এখন আরও তিন খেলোয়াড় আক্রান্ত হওয়ায় দ্বিতীয় টেস্টের দল গড়া নিয়ে নিশ্চিতভাবেই মাথার ঘাম পায়ে ফেলতে হবে লঙ্কান টিম ম্যানেজমেন্টকে।
ম্যাথুস আইসোলেশন থেকে সুস্থ হয়ে ফেরায় দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়ার সম্ভাবনা আছে। ম্যাথুসের বদলি হিসেবে প্রথম টেস্টে নামা ব্যাটসম্যান ওশাদা ফার্নান্দোকে ধনঞ্জয়ার বদলি হিসেবে খেলানো হতে পারে দ্বিতীয় টেস্টে। ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন্ও পারেন ফার্নান্দো।
তবে ধনঞ্জয়ার অনুপস্থিতিতে নিশ্চিতভাবেই স্পিন বিভাগে টান পড়বে শ্রীলঙ্কার। আসিতার বদলি হতে পারেন পেসার কাসুন রাজিথা। মহেশ থিকসানা ও ১৯ বছর বয়সী দুনিথ ওয়েললাগের অভিষেক হওয়ার সম্ভাবনা আছে।
অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা দল একই হোটেলে অবস্থান করছে। তবে শ্রীলঙ্কা দলের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে অস্ট্রেলিয়া দল। তাদের শিবিরে এখনো কেউ কোভিড পজিটিভ হননি। প্রতিদিনই খেলোয়াড়দের পরীক্ষা করানো হচ্ছে। টেস্টে কোনো খেলোয়াড় নিজের অসুস্থতার কথা জানালে তখন অ্যান্টিজেন টেস্ট করানো হয়।
এ জাতীয় আরো খবর..