×
সদ্য প্রাপ্ত:
ইরানে রেজা পাহলভির সমর্থন আদায়ের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প জামায়াত জোটে টানাপড়েন প্লাস্টিক আমাদের শরীরের রক্তে, ফুসফুসে, মায়ের দুধে পাওয়া যাচ্ছে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, মার্কিন কূটনীতিকদের বললেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে রিকশা ও ভ্যানচালকদের মতবিনিময় ২২ জানুয়ারি প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু মুসলিম ব্রাদারহুডের ৩ শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন নির্বাচনী মাঠে টেকা নিয়ে ক্রমেই শঙ্কা বাড়ছে জাপা প্রার্থীদের ৮০ হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার প্রকল্প বাতিল, ধারণকৃত ১৪৬৪০ ভিডিওর কী হবে? যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
  • প্রকাশিত : ২০২২-০৭-০৬
  • ৬২ বার পঠিত
ঢালিউডের একসময়ের জনপ্রিয় তারকা নাইম–শাবনাজের দুই মেয়ে অভিনয়ে না এলেও গানের সঙ্গে নিজেদের যুক্ত করেছেন। এরই মধ্যে ছোট মেয়ে মাহাদিয়া নাইম দেশ–বিদেশের জ্যেষ্ঠ শিল্পীদের একাধিক গান কাভার করেছেন। এবার মাহাদিয়া আসছেন নতুন গান নিয়ে।

আজ মঙ্গলবার ‘দিন গুনে’ শিরোনামের এই গানের মিউজিক ভিডিও আসবে। এই গানের ভিডিও চিত্র বানিয়েছেন মাহদিয়ার বড় বোন নামিরা নাইম। অভি মঈনুদ্দীনের কথা ও সুরে এই গানের সংগীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান।

মাহাদিয়া ও নামিরার মা একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ জানালেন, ‘মেয়েরা পড়াশোনার ফাঁকে ছুটিতে দেশে বেড়াতে এসেছে। দুজন মিলে গানের পরিকল্পনা করেছে। আমাদেরও সায় ছিল। মৌলিক গান প্রকাশ হচ্ছে ভেবে খুব ভালো লাগছে।’

মাহাদিয়ার গাওয়া ‘দিন গুনে’ গানটি নিজের ইউটিউবের পাশাপাশি স্ফটিফাই, অ্যাপল মিউজিক ও অ্যামাজান মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাবে। মাহাদিয়ার মা–বাবা দুজনেই ছিলেন বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি । নব্বইয়ের দশকে তো নাইম ও শাবনাজ মানেই সুপারহিট সব সিনেমা। সিনেমা ছেড়ে পুরোপুরি সংসারি হয়ে গেলেও বাংলাভাষি মানুষ এই দুজনের নাম শুনলে একটু নস্টালজিক হন। সেই প্রিয় দুই মুখের ছোট সন্তান মাহাদিয়া নাইমের গানে অভিষেক হয় তিন বছর আগে। প্রথমে নিজের ইউটিউব প্ল্যাটফর্মে দুটি গানের ভিডিও প্রকাশ করেছেন তিনি।

মাহাদিয়াকে ছোটবেলা থেকে মা–বাবা গানের তালিম দিয়েছেন । শাস্ত্রীয় সংগীত ও গজলের তালিম নিয়েছেন সালাউদ্দিন শান্তনুর কাছে। নজরুলসংগীতের ওপরও তালিম নিয়েছেন মাহাদিয়া। ইংরেজিগানগুলো দেখে দেখে নিজেই শিখেছেন বলে জানান মাহাদিয়া। তবে গানের প্রতি অনুরাগী হওয়ার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে বড় বোন নামিরা নাইম। প্রথম আলোকে মাহাদিয়া বলেন, ‘আমার বাবা খুব ভালো গান গায় । দাদি আর ফুফুরাও দারুণ গায়। পরিবারের সবাই অনেক ভালো গায়। গানের ব্যাপারটা তাই বংশগতভাবেই আমার ভেতরে চলে এসেছে বলতে পারেন। বাবা খুব করে চান আমি যেন গান রেকর্ড করে প্রকাশ করি। বাবার ইচ্ছায় গানগুলো গেয়েছি, এরপর ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat