স্বাধীনবাংলা, স্টাফ রির্পোটারঃ
রাজধানীর
পুরান ঢাকার আরমানিটোলা এলাকায়
সুয়ারেজ লাইনে জমে থাকা
গ্যাসের কারণে বিকট শব্দে
বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে আহত হয়েছেন ৭ জন। তবে বিস্ফোরণে
সড়কের একপাশ চূর্ণ-বিচূর্ণ
হয়ে গেছে।
বুধবার বিকেলে আরমানিটোলা মাঠের পাশের মূল সড়কে এ বিস্ফোরণ হয়। এতে সড়কে বসানো স্লাব ভেঙে পড়ে। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফেরদাইস আলম (৩৪), নায়েব আলী (৪৫) ও সোহাগ (৩৮)। স্থানীয়রা জানান, হঠাৎ বিস্ফোরণে সড়কের অংশগুলো ছিটকে কয়েক জন পথচারীর শরীরে আঘাত করে। ঘটনাস্থলে রাস্তার নিচ দিয়ে সুয়ারেজ লাইন রয়েছে। রাস্তায় নিচে কোনোভাবে গ্যাস জমা হয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণস্থলে সড়কের বেশ কিছু অংশ ভেঙে গর্ত হয়ে গেছে।