গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে চারজনের মৃত্যু হয়েছে। এদের মারা যাওয়াদের তিনজন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রামের। মৃতদের দুজন পুরুষ, দুজন নারী। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৮৫ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল করোনায় সাতজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তার আগের দিন (সোমবার) করোনায় ১২ জনের মৃত্যু হয়। যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ বলে জানা গেছে।
বুধবার পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জনে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জন।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তেরর বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টায় ১৯৯৮ জনের শরীরে করোনা শনাক্তের তথ্য দেওয়া হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এ জাতীয় আরো খবর..