×
  • প্রকাশিত : ২০২২-০৭-০৫
  • ৫৭ বার পঠিত
দেশে নতুন ৪৬ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৩ জন ও ঢাকার বাইরে অন্যান্য বিভাগের ৩ জন রোগী আছেন।

সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন এসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার ৪৭টি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ১৩৯ জন। আর অন্যান্য বিভাগে ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ১৫২ জন।

গত জুন মাসে মোট ৭৩৭ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। চলতি বছর জুন মাসে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। এদিকে, জুলাই মাসের প্রথম পাঁচ দিনে ১৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর হিসেব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat