×
  • প্রকাশিত : ২০২২-০৭-০৫
  • ৬৭ বার পঠিত
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার একমাস পর সেখান থেকে আরও  দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকাল ৪টার দিকে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যাওয়া একটি শেডের দেওয়াল অপসারণের সময় দেহাবশেষগুলো উদ্ধার করা হয়। 

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি শেডের দেয়াল অপসারণের সময় নিচে চাপা পড়া অবস্থায় কিছু হাড়গোড় দেখতে পায় ডিপোর লোকজন। এ সময় তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, হাসপাতালে শুধু দেহের অংশবিশেষ এসেছে। এগুলো পুড়ে যাওয়া মরদেহের কয়েকটি টুকরো। এখানে ঠিক কতজনের দেহাবশেষ রয়েছে তা ডিএনএ পরীক্ষা ছাড়া বলা যাবে না। দেহাবশেষগুলো আগের মরদেহগুলোর সঙ্গে হিমাগারে সংরক্ষণ করে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রথমে ৪১ জনের লাশ উদ্ধার করা হয়। পরে ১৩ জুন পর্যন্ত ৪৯ জনের প্রাণহানির কথা নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ১০ জনই ফায়ার সার্ভিসের কর্মী। সবশেষ সোমবার বিকালে এই দেহাবশেষ উদ্ধার হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat