দেশে নতুন ৩৬ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার ৩১ জন ও ঢাকার বাইরে অন্যান্য বিভাগের পাঁচজন রোগী আছে। এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ১৪৪ জন।
গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন এসব রোগী হাসপাতালে ভর্তির তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার ৪৭টি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ১২৫ জন। আর অন্যান্য বিভাগে ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি আছে।
এ বছর জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার ২৩৮ জন। এর মধ্যে এক হাজার ৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর গত জুন মাসে একজনের মৃত্যু হয়।
এ জাতীয় আরো খবর..