বাংলাদেশ গুরুত্বপূর্ণ দেশ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের সঙ্গে গত শুক্রবার আলাপকালে তিনি ওই মন্তব্য করেন। রাষ্ট্রদূত শহিদুল ইসলাম এক টুইট বার্তায় ওই সাক্ষাতের ছবি প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রদূত শহিদুল ইসলাম লিখেছেন, হোয়াইট হাউজের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন।
তিনি প্রেসিডেন্ট বাইডেনকে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণের বিষয়টি অবহিত করেছেন।
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। ওই সফরের প্রাক্কালে তিনি সাংবাদিকদের বলেন, তিনি তিনটি বার্তা নিয়ে যুক্তরাষ্ট্র সফর করবেন। এগুলো হলো বাংলাদেশ সত্যিই সাফল্য অর্জন করছে। দ্বিতীয়ত, বাংলাদেশের সামনে সত্যিকার অর্থেই চ্যালেঞ্জ আছে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অগ্রযাত্রায় জোরালোভাবে পাশে থাকবে।
এ জাতীয় আরো খবর..