×
  • প্রকাশিত : ২০২২-০৬-২৫
  • ৪৬১ বার পঠিত
দক্ষিণি তারকা কিচ্চা সুদীপের সঙ্গে সালমান খানের বন্ধুত্বের কথা কারও অজানা নেই। ভাইজান বন্ধুত্বের কারণে যা খুশি, তা–ই করতে পারেন, তা-ও সবার জানা। কিচ্চা সুদীপের প্যান ইন্ডিয়া ছবি ‘বিক্রান্ত রোনা’-র ট্রেলার গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। সালমান এই ছবি প্রযোজনা করেছেন। কিন্তু গতকাল মুম্বাইতে এই ছবির ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন না ভাইজান। ভাইজান উপস্থিত না থাকার কারণ কিছুটা জানিয়েছেন বন্ধু কিচ্চা সুদীপ।

‘বিক্রান্ত রোনা’ ছবিটিকে ঘিরে বেশকিছু দিন ধরে নেট দুনিয়ায় আলোচনা জমে উঠেছে। একদিকে দক্ষিণি তারকা কিচ্চা সুদীপ এই ছবির নায়ক। তার ওপর ক্রাইম-থ্রিলার ধর্মী এই ছবিতে জ্যাকুলিন ফার্নান্দেজ সুদীপের সঙ্গে জুটি বেঁধেছেন। তার ওপর এই ছবির সঙ্গে সালমান খানের প্রযোজনা সংস্থা এসকেএফের নাম জড়িয়ে আছে।

গতকাল গুঞ্জন ছিল যে সালমান ‘বিক্রান্ত রোনা’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এ ব্যাপারে প্রশ্ন করা হলে কিচ্চা সুদীপ বলেন, ‘প্রোটোকলের কারণে সালমান এখানে আসার অনুমতি পাননি’। আসলে সালমান উড়ো চিঠিতে হত্যার হুমকি পাওয়ার পর মুম্বাই পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সালমানের ‘দাবাং থ্রি’ ছবিতে কিচ্চা সুদীপকে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল। আর এই ছবির সেট থেকে সালমানের সঙ্গে তাঁর বন্ধুত্ব জমে ওঠে। এমনকি ‘দাবাং থ্রি’ ছবিতে অভিনয়ের জন্য এক টাকাও নেননি এই দক্ষিণি তারকা। ভাইজান বন্ধুকে এক মার্সিডিজ গাড়ি উপহার হিসেবে দিয়েছিলেন বলে জানা গিয়েছিল। এদিকে আবার কিচ্চা সুদীপের ছবি ‘বিক্রান্ত রোনা’ প্রযোজনার জন্য এগিয়ে এসেছিলেন সালমান।

গতকালের ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কিচ্চা সুদীপ ভাইজানের সঙ্গে তাঁর বন্ধুত্বের প্রসঙ্গে বলেন, ‘আমি “গিভ অ্যান্ড টেক”-এ বিশ্বাস করি না। “দাবাং থ্রি” ছবির শুটিংয়ের সময় আমি সালমান ভাইয়ের সঙ্গে এই ছবির কথা আলোচনা করেছিলাম। তখনই তাঁর এই ছবির বিষয়বস্তু খুব মনে ধরেছিল। ছবিটি সম্পূর্ণ হওয়ার পর আমি সালমান ভাইকে ছবিটি দেখিয়েছিলাম। আর ছবিটা দেখে ভাই দারুণভাবে প্রভাবিত হন। তিনি বলেছিলেন যে এ রকম ছবি আমরা কীভাবে বানাই। এটা তাঁর তরফ থেকে আমার জন্য অনেক বড় কমপ্লিমেন্ট ছিল।’ 

এই তারকা আরও বলেন, ‘“বিক্রান্ত রোনা” ছবিটি দেখার পর সালমান ভাইয়ের ভিজ্যুয়াল এফেক্ট দারুণ পছন্দ হয়েছিল। এই ছবি শুরুতে তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম ভাষায় মুক্তি পাওয়ার কথা ছিল। সালমান ভাই আমাকে পরামর্শ দেন ছবিটা হিন্দিতে আনার জন্য।’

জ্যাকুলিনের প্রসঙ্গে সুদীপ বলেন, ‘“বিক্রান্ত রোনা” ছবির আগে জ্যাকুলিনকে আমি শুধু চিনতাম। তবে আগে আমাদের কোনো দিন দেখা হয়নি। একদিন ভুল করে তাঁর ফোনে “হ্যালো” লিখে পাঠিয়েছিলাম। আমরা এই ছবির জন্য যে রকম নায়িকা চেয়েছিলাম, জ্যাকুলিন একদম উপযুক্ত ছিল। এই ছবির এক আইটেম গানে জ্যাকুলিনের নাচের এনার্জি দেখার মতো!’
অনুপ ভান্ডারি পরিচালিত ‘বিক্রান্ত রোনা’ ছবিটি ২৮ জুলাই মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat