×
  • প্রকাশিত : ২০২২-০৬-২৩
  • ৭২ বার পঠিত
দেশে চলমান ভয়াবহ বন্যায় দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ দেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকার জনগণ এই আকস্মিক দুর্যোগে আক্রান্ত হয়ে টিকে থাকার জন্য যে সংগ্রাম করছে তাদের প্রতি ডুসা সহমর্মিতা জানিয়েছে।

বন্যা দুর্গত এলাকায় সাধারণ মানুষের উদ্ধার, চিকিৎসা এবং ত্রাণকাজে নিয়োজিত সকলের প্রতি একাত্মতা ঘোষণা করে ডুসার পক্ষ থেকে বৃহস্পতিবার সুনামগঞ্জের দুর্গম কয়েকটি উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

দুর্গতদের মধ্যে শুকনো খাবার হিসেবে চিড়া, গুড়, বোতলজাত পানি, খাবার স্যালাইন, মোমবাতি, লাইটারসহ অন্যান্য উপকরণ বিতরণ করতে গিয়ে ডুসার সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

ডুসার সভাপতি মো. মশিউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়স নজরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বলেন, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের সাহায্যে এগিয়ে আসার প্রত্যয়ে ডুসা দৃঢ় প্রতিজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat