তুরস্কের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইরানের একটি গোয়েন্দা সংস্থার আটজন গুপ্ত ঘাতককে আটক করেছে।
তুরস্কের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আটককৃত গুপ্ত ঘাতকদের লক্ষ্য ছিল ইস্তানবুলে অবস্থান করা ইসরাইলি পর্যটকদের হত্যা করা।
যে আটজনকে আটক করা হয়েছে তাদের সবাই ইরানি নাগরিক না। ইস্তানবুলের জনপ্রিয় বিয়োগলু ডিস্ট্রিক থেকে অভিযান পরিচালনা করে গত সপ্তাহে তাদের আটক করা হয়।
এদিকে এর আগে গত সপ্তাহে ইসরাইল সতর্কতা জারি করে জানায়, তুরস্কে অবস্থান করা সকল ইসরাইলি পর্যটক যেন ফিরে আসেন। কারণ তাদের হত্যা করার জন্য ছক কষা হচ্ছে।
ইরান ও ইসরাইলের মধ্যে সবসময় উত্তেজনা চলে। তবে গত কয়েক দিন ধরে উত্তেজনার মাত্রা বেড়েছে।
গত মে মাসে রেভ্যুলেশনারী গার্ডের কর্নেল সাঈদ খোদাইকে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করে ইরান।
তাছাড়া সাম্প্রতিক কিছু ঘটনা নিয়েও দুই দেশের মধ্যে উত্তেজনার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।
সূত্র: আল আরাবিয়া
এ জাতীয় আরো খবর..