স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে শরীয়তপুরের জেলা শহর ও ৬টি উপজেলা থেকে মুক্তিযোদ্ধাসহ ১ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী যোগ দেবেন বলে জানিয়েছে শরীয়তপুর- ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
আর পদ্মা সেতুর উদ্বোধন ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকায় জনসভাকে ঘিরে শরীয়তপুরে রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন, বড় বড় তোরণ তৈরিসহ শরীয়তপুরে উৎসবের আমেজ বিরাজ করছে।
জানা যায়, আগামী ২৫ জুন সকাল ১০টায় পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উদ্বোধনের দিন মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে জনসভা করবেন আওয়ামী লীগ। সেখানে প্রধান অতিথি হিসেবে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনসভায় ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছে দলটি। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর থেকে প্রায় ১ লাখ নেতাকর্মীরা সমাবেশস্থলে যাবেন।
এ জন্য ২৪ জুন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীমের নির্দেশনায় শরীয়তপুর জেলা নড়িয়া, সখিপুর থেকে ৮টি বিলাসবহুল লঞ্চ ও পাল তোলা নৌকাসহ ২ শত ট্রলার যাবে জনসভাস্থলে। নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ সফরের লঞ্চ, পাল তোলা নৌকা ও ট্রলারের ভাড়া এবং ২৫ হাজার নেতাকর্মীর খাবারের ব্যয় বহন করছেন উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম। ২৫ জুন সকাল সাড়ে ৮টায পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশে অংশ নেবেন নেতাকর্মীরা।
এদিকে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃতে শরীয়তপুর জেলা সদর থেকে ১৫টি বাস, ৭ হাজার মোটরসাইকেল যাবে জনসভা স্থালে বলে জানিয়েছে সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। এ ছাড়াও সিএনজিসহ বিভিন্ন যানবাহন যাবে। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ২০ হাজার নেতাকর্মীর খাবারের ব্যয় বহন করছেন বলে হাসানুজ্জামান খোকন জানান।
২৫ জুন সকাল সাড়ে ৮টায় পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশে অংশ নেবেন নেতাকর্মীরা। এ ছাড়াও গোসাইরহাট, ডামুড্যা, ভেদরগঞ্জ উপজেলা থেকে আরও ২০ থেকে ২৫ হাজার লোক জনসভায় যাবেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য সমাবেশে আগমনকে ঘিরে বর্ণিল রূপে সেজেছে শরীয়তপুর শহরসহ ৬টি উপজেলা। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, নিশান, তোরণের পাশাপাশি চোখ ধাঁধানো আলোকসজ্জায় উৎসবের আমেজ বিরাজ করছে পদ্মার পাড়সহ শরীয়তপুর শহর।
শরীয়তপুর- ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে শরীয়তপুর থেকে প্রায় ১ লাখ মানুষ নিয়ে আমরা জনসভাস্থলে যাব।
এ জাতীয় আরো খবর..