×
সদ্য প্রাপ্ত:
ইরানে রেজা পাহলভির সমর্থন আদায়ের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প জামায়াত জোটে টানাপড়েন প্লাস্টিক আমাদের শরীরের রক্তে, ফুসফুসে, মায়ের দুধে পাওয়া যাচ্ছে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, মার্কিন কূটনীতিকদের বললেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে রিকশা ও ভ্যানচালকদের মতবিনিময় ২২ জানুয়ারি প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু মুসলিম ব্রাদারহুডের ৩ শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন নির্বাচনী মাঠে টেকা নিয়ে ক্রমেই শঙ্কা বাড়ছে জাপা প্রার্থীদের ৮০ হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার প্রকল্প বাতিল, ধারণকৃত ১৪৬৪০ ভিডিওর কী হবে? যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
  • প্রকাশিত : ২০২২-০৬-২৩
  • ৭০ বার পঠিত
১১ জুনই নিশ্চিত হয়েছিল ৪০ মাস পর আবার ফুটবল র‍্যাঙ্কিংয়ে ১৯০-এর ঘরে যাচ্ছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে তুর্কমেনিস্তানের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের অবস্থান হয়ে গিয়েছিল ১৯২। সে অবস্থা থেকে উত্তরণের উপায়ও ছিল, যদি বাছাইপর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ইতিবাচক কোনো ফল মিলত। কিন্তু শেষ ম্যাচে ১৪ জুন মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। তাতে রেটিং পয়েন্ট আরও ৮.৮১ কমেছে, তবে অবস্থানের বদল হয়নি।

আজ আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। তাতে দেখা যাচ্ছে, বাংলাদেশ এখন বিশ্বের ১৯২তম দল। মার্চের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্কিং প্রকাশ করল ফিফা। তাতে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। আর্জেন্টিনা ঢুকে পড়েছে শীর্ষ তিনে। আর নেশনস লিগ থেকে ছিটকে পড়ার দায় মিটিয়ে তিন থেকে চারে নেমেছে ফ্রান্স।

এশিয়ান কাপ বাছাইয়ের তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এর আগে একটি প্রীতি ম্যাচেও কোনো জয় নেই। এর ফলে মার্চের প্রকাশিত রেটিং ২০.৮০ পয়েন্ট কমে গেছে। সে সঙ্গে চার ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এভাবে পেছানোয় এশিয়া অঞ্চলে বাংলাদেশের পেছনে আছে আর মাত্র চারটি দল। এর মধ্যে দুটিই অবশ্য সাফ অঞ্চলের দুই প্রতিবেশী—পাকিস্তান (১৯৬) ও শ্রীলঙ্কা (২০৭)।

দক্ষিণ এশিয়া অঞ্চলে তাই নিজেদের নিচে আরও দুই দলকে পাচ্ছে বাংলাদেশ। কোনো ম্যাচ না খেলেও এক ধাপ এগিয়েছে পাকিস্তান। আর টানা হারে দুই ধাপ পিছিয়েছে শ্রীলঙ্কা। ওদিকে বাছাইপর্বে ভালো করার পুরস্কার পেয়েছে ভারত। দুই ধাপ এগিয়ে এখনো ১০৪-এ ভারত। এরপর মালদ্বীপ, রেটিং পয়েন্ট খোয়ালেও নিজেদের আগের অবস্থান ধরে রেখেছে দলটি (১৫৬)। ৮ ধাপ পেছালেও দক্ষিণ এশিয়ার শীর্ষ তিনেই আছে নেপাল (১৭৬)। এক ধাপ এগিয়েছে ভুটানও (১৮৬)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat