×
  • প্রকাশিত : ২০২২-০৬-২৩
  • ৬৬ বার পঠিত
বন্যাদুর্গত মানুষকে বাঁচাতে পর্যাপ্ত ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের কালিপুর, গনিপুর ও হাছন বশত গ্রামে বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শেষে এক সমাবেশে এই আহ্বান জানান তিনি।

সুনামগঞ্জ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বলেন, সুনামগঞ্জের দুরবস্থা অতীতের যেকোনো সময়কে হার মানিয়েছে। আরো হতবাক হতে হচ্ছে, স্থানীয় মানুষ জানাল, এই দুরবস্থায় তাদের দেখার মতো প্রশাসনে কেউ নেই।

তিনি বন্যার আগাম সতর্কতা না দেওয়ায় এবং বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক চালু না থাকায় ক্ষোভ প্রকাশ করে জলাবদ্ধতা দূর করতে বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানান।  
সিপিবি নেতা বলেন, হাওর অঞ্চল, পরিবেশ-প্রতিবেশ বিবেচনা না করে উন্নয়ন উন্মাদনার নামে সড়ক নির্মাণ, হাওরের বুকের ওপর দিয়ে মহাস্থাপনা নির্মাণ, নদী-নালা ধ্বংস আর অপরিকল্পিত উন্নয়নের ফল হলো এই বন্যার ভয়াবহতা। এ ধরনের ভুল নীতি থেকে বেরিয়ে আসতে না পারলে মানুষের জীবনে আরো সংকট আসতে পারে।  

তিনি বানভাসি মানুষকে খাদ্যসামগ্রী সহায়তা, পুনর্বাসন, নগদ অর্থ সহায়তা, এনজিওসহ সব ধরনের ঋণের কিস্তি স্থগিত ও সুদ মওকুফের দাবি জানান। তিনি বলেন, কৃষকের তলিয়ে যাওয়া ধানের ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ক্ষতিপূরণসহ বিশেষ সহায়তা ও সব ঋণের সুদ মওকুফের দাবি জানান।  

সিপিবি সুনামগঞ্জ জেলা সভাপতি এনাম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল সুমনের পরিচালনায় সমাবেশে আরো বক্তৃতা করেন সিপিবির কেন্দ্রীয় সদস্য মানবেন্দ্র দেব, সাবেক জেলা সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম ও কেন্দ্রীয় সদস্য নিরঞ্জন দাস খোকন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, অ্যাডভোকেট সন্দীপ দাশ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat