×
  • প্রকাশিত : ২০২২-০৬-২৩
  • ১৫ বার পঠিত
বন্যার্তদের সাহায্যে আওয়ামী লীগ সরকার কী করেছে―এমন প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী গতকাল সিলেটে গেলেন। হেলিকপ্টারে করে দেখেছেন, খুব ভালো কথা। সার্কিট হাউসে গেছেন, মিটিং করেছেন। কিন্তু একটু এগিয়ে বন্যার্তদের মাঝে তিনি যাননি।

বন্যার্তদের একুট সাহস জাগাবেন এটাও তিনি করেননি।
আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'প্রধানমন্ত্রী সিলেটের মেয়র আরিফ সাহেবকে বলেছেন, কোথায় তোমাদের বিএনপি? কত দিয়েছে তোমাকে? কিন্তু সাধারণ জনগণকে দেখভালের দায়িত্ব তো আমাদের না। বন্যা পরিস্থিতি দেখভাল করার সমস্ত দায়িত্ব সরকারের। যখন তিনি এই কথা বলেন তখন তার (প্রধানমন্ত্রী) তো নিজের দিকেও একটু তাকানো দরকার ছিল। তারা কী করছে এখন পর্যন্ত? কত বরাদ্দ দিয়েছে?'

মির্জা ফখরুল বলেন, 'সাংবাদিকরা নিশ্চয় দেখেছেন পুরো সুনামগঞ্জ জেলা পানির তলে। সিলেট শহরের একটু অংশ বাদ দিয়ে পুরো সিলেট জেলা পানির তলে। সেখানে তারা মাত্র ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই দুরবস্থার মধ্যে জনগণের পাশে না দাঁড়িয়ে তারা প্রমাণ করল আওয়ামী লীগ জনগণের কল্যাণের জন্য নয়, ক্ষমতায় টিকে থাকার জনই রাজনীতি করে। তাদের একমাত্র লক্ষ্য মিথ্যাচার করা। '

বিএনপি বন্যা শুরুর পর থেকে গত তিন দিনে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের কাজ শুরু করেছে বলে মহাসচিব জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat