ফেসবুক-ইউটিউবে নিজেকে বসুন্ধরা গ্রুপের ‘ব্যবস্থাপনা পরিচালক’ এবং ‘ভাইস চেয়ারম্যান’ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি বসুন্ধরা গ্রুপের পারিবারিক পরিচয় ব্যবহার করে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্রও তৈরি করেন। সেই পরিচয়পত্রের তথ্য দিয়ে বেশ কয়েকটি ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টুইটার ও লিংকডইন অ্যাকাউন্ট খুলে প্রতারণা করে আসছেন।
এ পরিস্থিতিতে আইনি ব্যবস্থা নিতে বুধবার রাজধানীর ভাটারা থানায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়।
সাধারণ ডায়রিতে বলা হয়, ‘সিয়াম সোবহান সানভীর নাম ধারণ করে এক ব্যক্তি ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান পরিচয় দিয়ে একটি অ্যাকাউন্ট খুলেছেন। সেই অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবসাসংক্রান্ত যাবতীয় বিষয়ে পোস্ট দিচ্ছেন। এ ছাড়া পরিচয় হিসেবে তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তাঁর স্ত্রীর নাম ব্যবহার করছেন। সম্প্রতি বিষয়টি নজরে এসেছে।
তা ছাড়া সিয়াম সোবহান সানভীর নামের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত ভিডিও প্রকাশ করা হচ্ছে। তাঁর এসব কর্মকাণ্ড বসুন্ধরা গ্রুপের সুনাম ক্ষুণ্ন করছে। কারণ ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে তিনি বসুন্ধরা গ্রুপের লোগো ব্যবহার করছেন।
এ জাতীয় আরো খবর..