×
  • প্রকাশিত : ২০২২-০৬-২২
  • ৭২ বার পঠিত
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিমন্ত্রণ করা হয়নি। তবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত নেতাকে অনুষ্ঠানে আসার নিমন্ত্রণ পত্র দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। আজ বুধবার সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ আমন্ত্রণ দেন।

দলের পক্ষ থেকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

মির্জা ফখরুল ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়।  

কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর। তবে খালেদা জিয়াকে নিমন্ত্রণ করা হয়েছে কিনা জানতে চাইলে সরাসরি তিনি কোন উত্তর দেননি।

দুলাল চন্দ্র সূত্রধর বলেন, ‘আমার কাছে এই সাত জনকে দাওয়াত দেওয়ার আমন্ত্রণপত্র ছিল। এর বাইরে বিএনপির আর কাউকে দাওয়াত দেওয়া হবে কিনা সেটা আমি জানি না। ’

তিনি বলেন, ‘আমাদের অনেককেই দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমার কাছে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের দাওয়াত দেওয়ার দায়িত্ব পরে। গতকাল (মঙ্গলবার) আওয়ামী লীগের নেতাদের দাওয়াত দিয়েছি আজ (বুধবার) বিএনপি নেতাদের দাওয়াত দিলাম।

এদিকে পদ্মা সেতু উদ্বোধনে দাওয়াত কার্ড পাওয়ার পর রুহুল কবির রিজভী সাংবাদিকদের কাছে বলেন, ‘আমরা এই কার্ড রিসিভ করিনি, কিছু না। আমি অফিসে বসে ছিলাম, জাস্ট তারা দিয়ে গেছেন, বাস। সেতু বিভাগের কর্মকর্তা দিয়ে গেছেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat