×
  • প্রকাশিত : ২০২২-০৬-২২
  • ৫১ বার পঠিত
ইসরাইলের জোট সরকার সোমবার ঘোষণা দিয়েছে, তারা আগামী সপ্তাহে পার্লামেন্ট ভেঙে দেবে। যার কারণে ভেঙে যাবে সরকার। 

আর সরকার ভেঙে গেলে গত তিন বছরের মধ্যে পঞ্চমবারের মতো দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। 

সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন নতুন করে প্রধানমন্ত্রী হতে না পারেন সেজন্য আটটি দল মিলে জোট গঠন করে। 

এই দলগুলোর মধ্যে রয়েছে ডানপন্থি, মধ্যমপন্থি এবং ইসরাইলি-ফিলিস্তিনি বা আরব দল। 

বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ মূল ব্যক্তি হিসেবে ২০২১ সালের জুন মাসে জোট গঠন করে সরকার গঠন করেন। এর মাধ্যমে শেষ হয় বেনজামিন নেতানিয়াহুর ১২ বছরের প্রধানমন্ত্রিত্ব।

কিন্তু জোট গঠন করার পরই বিভিন্ন বিষয় নিয়ে জোটে মতানৈক্য দেখা দেয়। 

তাদের জোট গঠন করার প্রধান লক্ষ্য ছিল নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো। কিন্তু তারা এক হলেও এক্যটি ধরে রাখতে পারেনি। 

সরকার ভেঙে দিলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আর এই সময়টায় চুক্তি অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন নাফতালি বেনেট আর প্রধানমন্ত্রীর দায়িত্ব গঠন করবেন ইয়াইর লাপিদ।

আর নির্বাচন হলে ফের প্রধানমন্ত্রী হতে পারেন কুখ্যাত ইহুদিপন্থি বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন জরিপ বলছে এ তথ্য।  

বেশ কয়েকজন রাজনৈতিক বিশেষজ্ঞ অবশ্য জানিয়েছেন, সরকার ভেঙে না দিয়ে বিকল্প আরেকটি সরকার গঠন করা যেতে পারে।

কারণ সরকার ও বিরোধীদলে থাকা ইসরাইলের ডানপন্থি দলগুলো জোট গঠন করতে চাপে পড়তে পারে। 

তাছাড়া আরেকটি সাধারণ নির্বাচন আয়োজন ও এটিতে ভোট দেওয়ার আগ্রহ সাধারণ ইসরাইলিদের নেই। 

সূত্র: আল জাজিরা  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat