সিলেটের বন্যাদুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে এবি পার্টি। আজ সোমবার মহানগরীর বিভিন্ন ব্লক এবং মুরাদপুরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন এলাকায় এসব খাবার বিতরণ করা হয়।
সোমবার সকালে ঢাকা থেকে ত্রাণ সামগ্রী নিয়ে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ও টিম প্রধান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের নেতৃত্বে ত্রাণ টিম পৌঁছে ত্রাণ কার্যক্রমে অংশ নেয়।
পরে সাংবাদিকদের ওহাব মিনার বলেন, পুরো সিলেট অঞ্চল আজ পানির নিচে।
সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে যে ধরনের ভূমিকা রাখা দরকার তা তারা রাখতে পারেনি। সেনা, নৌ, কোস্টগার্ডসহ সকল বাহিনীকে সমন্বয় করে পুরো অঞ্চলের মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আশা সম্ভব ছিল। কিন্তু সরকারের উদাসীনতার কারণে মানুষের দুর্ভোগের জন্য তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এবি পার্টির এই নেতা বলেন, রাষ্ট্রীয় পর্যায় থেকে ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানাচ্ছি।
এবি পার্টির এই দলে ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, ছাত্র বিভাগের সমন্বয়ক প্রিন্স, শ্রমিক নেতা ফিরোজ হোসেন ও হেলাল উদ্দিন। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন টিম প্রধান।
এ জাতীয় আরো খবর..