×
  • প্রকাশিত : ২০২২-০৬-১৯
  • ৭৮ বার পঠিত
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বন্যায় আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার দুপুরে কালের কণ্ঠকে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

সুনামগঞ্জে ঘুরতে গিয়ে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করতে যাওয়া নৌযানটি বিকল হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীসহ আটকে পড়া শতাধিক শিক্ষার্থী তাঁদের উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে কপোতাক্ষ-অনির্বাণ ট্যুরিস্ট বোট নামের একটি নৌযানে করে সুনামগঞ্জ সদর থেকে সিলেটের উদ্দেশে পাঠানো হয় ওই শিক্ষার্থীদের।


রাত সাড়ে ৮টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে দোয়ারাবাজার এলাকায় নৌযানটি অচল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে তাঁরা দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনের কাছে উদ্ধারের আরজি জানান।
রবিবার সকালে সেনাবাহিনীর একটি দল তাঁদের উদ্ধার করে সিলেটে নিয়ে আসে।   একই সঙ্গে সেখানে আটকেপড়া স্থানীয়দেরও উদ্ধার করে সেনাবাহিনীর দলটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat