ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে আগামী ২৭ জুন শুরু হতে যাওয়া এবারের উইম্বলডনে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের নিষিদ্ধ করা হয়েছে।
বিতর্কিত এ সিদ্ধান্তের পালটা হিসেবে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ঘোষণা দিয়েছে, র্যাংকিংয়ে উইম্বলডনের পারফরম্যান্স বিবেচ্য হবে না। অর্থাৎ ম্যাচ জিতলেও কারও র্যাংকিং পয়েন্ট বাড়বে না।
এতে ক্ষুব্ধ হয়ে নাওমি ওসাকাসহ অনেক তারকা উইম্বলডনে না খেলার হুমকি দিয়েছেন। তাদের শান্ত করতে এবার টুর্নামেন্টের প্রাইজমানি ১১.১ শতাংশ বাড়ানোর ঘোষণা দিল উইম্বলডন কর্তৃপক্ষ।
টেনিসের সবচেয়ে প্রাচীন ও অভিজাত গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে এবার র্যাংকিং পয়েন্ট প্রাপ্তির সুযোগ না থাকলেও থাকছে লোভনীয় নগদ প্রাপ্তির হাতছানি।
পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়নরা পাবেন দুই মিলিয়ন পাউন্ড করে। বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি ১৪ লাখ টাকা।
এছাড়া মোট প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৪০.৩৫ মিলিয়ন পাউন্ড। এককের প্রথম রাউন্ড থেকে যারা বিদায় নেবেন তারাও পাবেন অন্তত ৫০ হাজার পাউন্ড করে।
এ জাতীয় আরো খবর..