×
  • প্রকাশিত : ২০২২-০৬-১৫
  • ৭১ বার পঠিত
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে (কুসিক) ভোট গণনা শেষে আরফানুল হক রিফাতকে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। বুধবার (১৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলে, মোট ১০৫ কেন্দ্রে আরফানুল হক রিফাতের নৌকা পেয়েছে ৫০ হাজার ৩১০ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর টেবিল ঘড়ি পেয়েছে ৪৯ হাজার ৯৬৭ ভোট।

এতে ৩৪৩ ভোটে পরাজিত হয়েছেন দুবারের মেয়র সাক্কু।  

অন্য তিন প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ২৯ হাজার ৯৯, রাশেদুল ইসলাম হাতপাখায় তিন হাজার ৪০ ও কামরুল আহসান বাবুল হরিণ প্রতীকে দুই হাজার ৩২৯ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টা থেকে সিটি করপোরেশনের ১০৫ কেন্দ্রের ৬৪০ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে দুই লাখ ২৯ হাজার ৯২০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।   

এবার নির্বাচনে পাঁচজন মেয়রপ্রার্থী ছিলেন। তবে মূল লড়াইটা হয়েছে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিষ্কৃত সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর মধ্যে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat