×
  • প্রকাশিত : ২০২২-০৬-১৫
  • ৭৬ বার পঠিত
আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমি মনে করি নির্বাচন কমিশন আমাকে এখতিয়ার বহির্ভূতভাবে চিঠি দিয়েছেন । সেই চিঠির ভাষা নিয়েও আমার আপত্তি রয়েছে। একজন সংসদ সদস্যকে উদ্দেশ্য করে এভাবে লিখতে পারেন না।

আজ বুধবার (১৫ জুন) বেলা ১১টার দিকে কুমিল্লা কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় তিনি গত কয়েকদিন গণমাধ্যমের সামনে না আসা নিয়েও কথা বলেন।
আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। আমি বলতে চাই অতি উৎসাহি কোনো কর্মকর্তা যাতে ভোটের পরিবেশ নষ্ট না করে। কুমিল্লা সিটিতে উৎসবের আমেজ বিরাজ করছে। এটাতো ভোটারদের আনন্দের বিষয়। যদি দেখেন কোথাও তিন জনের বেশি মানুষ একত্রে কথা বলছে অতি উৎসাহিত হয়ে যাতে কিছু না করে।

কুসিক নির্বাচনে নৌকার জয়ে আশাবাদ ব্যক্ত করে এমপি বাহার আরো বলেন, নৌকার প্রতি কুমিল্লাবাসীর অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশাপূরণের জন্য অবশ্যই জয় হবে।  

তবে অনেক কেন্দ্রে ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে বাহার বলেন,  কুমিল্লা ফরিদা বিদ্যায়তন কেন্দ্রে ভোটার আইডি নিয়ে গেলেও ভোট দিতে দেওয়া হচ্ছে না। কর্মকর্তারা ভোটার স্লিপ চাচ্ছে। একজন ভোটার কেন কাকে ভোট দিবেন সেটি স্লিপ নিয়ে আগে জানিয়ে দেবে!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat