×
  • প্রকাশিত : ২০২২-০৬-১২
  • ৮৪ বার পঠিত
সপ্তাহব্যাপী করোনা টিকার বুস্টার বা তৃতীয় ডোজের বিশেষ কর্মসূচিতে মোট এক কোটি সাত লাখ ৭৫ হাজার ৫৮২ জন এ টিকা গ্রহণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের লক্ষ্যমাত্রা ছিল এক কোটি মানুষকে এই বুস্টার ডোজ দেওয়া। গত শুক্রবার এই বিশেষ কর্মসূচি শেষ হয়। তবে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পক্ষ থেকে বলা হচ্ছে বিশেষ ওই কর্মসূচি শেষ হলেও বিদ্যমান সব টিকা কেন্দ্রেই করোনার বুস্টার ডোজ দেওয়া চালু থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে দেশে গত ১০ জুন পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছে ১২ কোটি ৮৮ লাখ ৬৬ হাজার ৫৬৭ জন, দ্বিতীয় ডোজ নিয়েছে ১১ কোটি ৮২ লাখ ৫৪ হাজার ৬৫০ জন, আর বুস্টার ডোজ নিয়েছে দুই কোটি ৬৩ লাখ ১২ হাজার ১৭ জন। এরা সবাই অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের টিকা পেয়েছে। দ্বিতীয় ডোজ নেওয়ার পর বুস্টার ডোজ নেয়নি বা নেওয়ার অপেক্ষায় রয়েছে ৯ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৬৩৩ জন।

গত ৪ জুন থেকে শুরু হয় করোনা টিকার বুস্টার ডোজের এক সপ্তাহের বিশেষ কর্মসূচি। শেষ হয় গত ১০ জুন। এ সময়ের মধ্যে গত ৭ জুন সর্বোচ্চ ১৯ লাখ ৯৭ হাজার ৯৬৬ জন বুস্টার ডোজ নেয়। এই বিশেষ কর্মসূচি ছিল ১৮ বছর বা তদূর্ধ্ব সবার জন্য।

ইপিআই পরিচালক ডা. শামসুল হক গত শনিবার কালের কণ্ঠকে বলেন, ‘আমরা ওই লক্ষ্যমাত্রার তুলনায় বেশি মানুষকে করোনা টিকার বুস্টার ডোজ দিতে পেরেছি। যারা দ্বিতীয় ডোজ নেওয়ার পর এখনো বুস্টার ডোজ নেয়নি বা নেওয়ার অপেক্ষায় রয়েছে, তারা বিদ্যমান টিকাকেন্দ্রগুলোতে গিয়ে এ টিকা নিতে পারবে। সাধারণ টিকাদান কর্মসূচি চলমান থাকবে। করোনা প্রতিরোধে টিকা একটি কার্যকর সমাধান। করোনার টিকার পূর্ণ সুফল পেতে হলে অবশ্যই বুস্টার ডোজ নিতে হবে।

কালের কণ্ঠের সিলেট অফিস জানায়, সিলেট জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হাজার বেশি মানুষ করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন। বিশেষ ক্যাম্পেইনের এক সপ্তাহে এ জেলায় টিকা নিয়েছে দুই লাখ ছয় হাজার মানুষ।

সিলেটের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় দুই ডোজ টিকা নিয়ে চার মাস পূরণ হয়েছে এমন মানুষের সংখ্যা ৯ লাখ। সে হিসাবে ক্যাম্পেইনে তিন লাখ মানুষকে টিকা দেওয়ার চিন্তাভাবনা ছিল। কিন্তু বন্যা পরিস্থিতির কারণে সামগ্রিক বাস্তবতায় ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা নতুন করে এক লাখ ৯৬ হাজার নির্ধারণ করা হয়। এসব তথ্য নিশ্চিত করে সিলেটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, ‘বন্যা পরিস্থিতির পর ক্যাম্পেইনের শুরুতে আমরা যে লক্ষ্য পুনর্নির্ধারণ করেছিলাম, তার চেয়ে প্রায় ১০ হাজার বেশি মানুষ বুস্টার ডোজের টিকা নিয়েছে। এ ক্ষেত্রে আমরা লক্ষ্যমাত্রা পূরণে সফল হয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat