×
  • প্রকাশিত : ২০২২-০৬-১১
  • ৮৭ বার পঠিত
প্রস্তাবিত বাজেটে সব রপ্তানিমুখী শিল্পে তৈরি পোশাক খাতের মতো করপোরেট করহারের প্রস্তাব দেওয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)। গতকাল সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটের এই পদক্ষেপ বাস্তবসম্মত ও সময়োপযোগী।

উল্লেখ্য, বাজেটে সব রপ্তানিমুখী শিল্পের সব কারখানার জন্য ১০ শতাংশ এবং অন্যান্য কারখানার জন্য ১২ শতাংশ হারে করপোরেট করের প্রস্তাব করা হয়েছে। এতদিন ধরে শুধু তৈরি পোশাক খাত এ সুবিধা পাচ্ছিল। তবে বিএফএফইএর মতে, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানিতে ১ শতাংশ উৎসে কর আরোপ করা যুক্তিসংগত নয়। এ ক্ষেত্রে উৎসে কর শূন্য দশমিক ২৫ শতাংশ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat