বাজেটে করপোরেট কর কমানোর বিষয়টি ইতিবাচক বলে মনে করছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা। প্রস্তাবিত বাজেটের ওপর দেওয়া প্রতিক্রিয়ায় গতকাল শুক্রবার সংগঠনটি বলেছে, প্রতিযোগী দেশগুলোর সঙ্গে করপোরেট করের হারকে সামঞ্জস্য করার দাবি দীর্ঘদিনের। কাজেই এটি সঠিক পদক্ষেপ।
উল্লেখ্য, কোম্পানির সব ধরনের আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও ব্যাংকের মাধ্যমে আদান প্রদানে করপোরেট করে ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে বাজেটে। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, তামাক কোম্পানি, মোবাইল ফোন অপারেটর এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত বা অ-তালিকাভুক্ত কোম্পানির জন্য শর্তসাপেক্ষে করপোরেট কর বিদ্যমান হারের তুলনায় আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এমসিসিআইর সভাপতি মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাজেটে পণ্য সরবরাহের জন্য উৎসে কর কাটার হার কমানো এবং পারকুইজিট সীমা বাড়ানোর পদক্ষেপও প্রশংসনীয়।
রপ্তানিমুখী শিল্পের জন্য আয়কর হারের যৌক্তিকীকরণের উদ্যোগটি খুবই ভালো। তবে রপ্তানিমুখী শিল্পে উৎসে কর আগের অবস্থায় রাখা উচিত।
এ জাতীয় আরো খবর..