×
  • প্রকাশিত : ২০২২-০৬-১১
  • ৯৭ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে সর্বশেষ ভর্তি পরীক্ষা আজ। আজ শনিবার (১১ জুন) সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে এ পরীক্ষা শেষ হবে। ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।  

‘ঘ’ ইউনিটে আসন রয়েছে এক হাজার ৩৩৬টি।

এ পরীক্ষায় অংশ নিতে মোট আবেদন করেছেন ৭৮ হাজার ৪৫ জন। এতে প্রতি আসনের জন্য লড়তে হবে ৫৮ জন ভর্তীচ্ছু শিক্ষার্থীকে। এ বছরের পর থেকে ‘ঘ’ ইউনিট আর থাকছে না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১টা ১৫ মিনিটে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

এর আগে গত ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের আসনসংখ্যা ৬ হাজার ৩৫। ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন করেছেন প্রায় দুই লাখ ৯০ হাজার ৩৪৮ শিক্ষার্থী। প্রতি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat