কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর ও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে ককেশাস-২০২০ যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। সোমবার শুরু হওয়া এই মহড়া শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর। রাশিয়ার আয়োজনে চলমান এ মহড়ায় ইরান, চীন, পাকিস্তান, আর্মেনিয়া, বেলারুশ ও মিয়ানমারের সেনাবাহিনী এতে অংশ নিয়েছে।
আরো পড়ুন: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেলের অবস্থা সংকটাপন্ন ***
মস্কো বলছে, ককেশাস-২০২০ মহড়ায় সশস্ত্র বাহিনীর ৮০ হাজার সদস্য অংশ নেবে। এছাড়াও বিধ্বংসী যুদ্ধাস্ত্র আড়াইশ ট্যাংক, সাড়ে চারশ’ সাজোয়া যান এবং দুইশ’ আর্টিলারি ও মিসাইল সিস্টেম অংশ নেয়ার কথা রয়েছে।
সূত্র : পার্সটুডে।