×
  • প্রকাশিত : ২০২২-০৬-০৭
  • ৯২ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের অভিযোগে করা মামলায় সংগঠনটির পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহনা আলমগীরের আদালত অভিযোগ গঠনের এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বিষয়টি কালের কণ্ঠকে জানিয়েছেন।

তিনি জানান, এ মামলায় জামিনে থাকা পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এরপর আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আমরা বাদীপক্ষে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করি। শুনানি শেষে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।  
মামলার আসামিরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, সহ-সভাপতি জিয়াসমিন শান্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজালাল, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. এনামুল হক ও ঢাবির জাতির পিতা বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-সম্পাদক শেখ তানসেন।  

এর আগে ২০২১ সালের ২৪ জানুয়ারি মারধরের অভিযোগ এনে ভুক্তভোগী ফাল্গুনী দাস আদালতে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার থেকে পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত সংস্থা পিবিআই আদালতে পাঁচ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat