ফিনালিসিমায় আর্জেন্টিনার কাছে হেরে ইতালির শিরোপা জয়ের উৎসব হয়নি। ওয়েম্বলিতে হারের পর নেশন্স কাপে নতুন আশা নিয়ে খেলতে নেমেছিল রবার্তো মানচিনির দল। ঘরের মাঠে জার্মানির সঙ্গে কোনো রকমে ড্র করেছে তারা।
শনিবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ইতালির বোলোনিয়ায় ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রবার্তো মানচিনির শিষ্যরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের লিড এনে দেন লরেন্সো পেল্লেগ্রিনি। এরপর সমতা টানেন জার্মানির জসুয়া কিমিখ।
খেলা শুরুর প্রথম পচিঁশ মিনিটে ইতালির ডিফেন্সকে ব্যস্ত রাখে জার্মানি। ৩৮ মিনিটে প্রথম স্পষ্ট সুযোগ পায় ইতালি। দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিকরা নিজেদের গুছিয়ে আক্রমণের ধার বাড়ায়। ম্যাচের ৭০ মিনিটে পেয়ে যায় কাঙ্খিত গোলও পেয়ে যায়। তবে বেশীক্ষণ লিড ধরে রাখতে পারেনি। ৭৩ মিনিটে জসুয়া কিমিখের গোলে সমতা ফেরে জার্মানি। ম্যাচের শেষ পর্যন্ত দুই দল গোলের জন্য লড়াই করে। তবে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় উভয় পক্ষে।
এ জাতীয় আরো খবর..