স্বাধীনবাংলা, বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীতে পেঁয়াজের দাম কমতির দিকে। কারওয়ানবাজারে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে এক থেকে দুই টাকা। দেশি এবং দেশি হাইব্রিড পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৮৬ এবং দেশি হাইব্রিড ৭৮ থেকে ৮০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। তবে বাজারে ক্রেতা কম।
এদিকে, দেশের বিভিন্ন স্থানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। খুচরা বাজার গুলোতেও দেখা গেছে একই চিত্র। বিক্রেতারা বলছেন, বাজারে ক্রেতা কিছুটা কম। এছাড়া যশোরেও পেঁয়াজের বাজার স্থিতিশীল। পাইকারিতে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৬ টাকায়। খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭৮ থেকে ৮০ টাকা দরে।
গেল সোমবার হঠাৎ করেই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর থেকেই পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এ বছর দেশে মোট উৎপাদিত পেঁয়াজের পরিমাণ ১৯ লাখ ১১ হাজার মেট্রিক টন। অথচ চাহিদা রয়েছে ২৪ থেকে ২৫ লাখ মেট্রিক টন। বাকি ৬ লাখ টন ঘাটতি মেটাতে ভারত থেকেই আমদানি করতে হয় পেঁয়াজ।