×
  • প্রকাশিত : ২০২২-০৬-০১
  • ৯১ বার পঠিত
৬ বিভাগে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারেগত কয়েকদিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশের ছয়টি বিভাগের অনেক জায়গায় এবং দুইটি বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

দেশের পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যান্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


শুক্রবার সন্ধ্যায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদপ্তরটি।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী বর্ষণ হতে পারে। ’

পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকায় বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার হতে পারে।

এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত ছিলো সিলেটে ২৯ মিলিমিটার।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat