×
  • প্রকাশিত : ২০২২-০৬-০৬
  • ৮২ বার পঠিত
বাগমারায় চাল-আটাকে ছাড়িয়ে গেছে ভুসির দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তা ভুসির দাম ১০০-১২০ টাকা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বর্তমানে পৌর শহর ভবানীগঞ্জ বাজারে প্রতি কেজি ভুসি ৫৫-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ একই বাজারে চিকন চাল ৫০-৫৫ টাকা এবং প্রতি কেজি আটার প্যাকেট ৪৮-৫০ টাকায় বিক্রি হচ্ছে। 


পৌর বাজারের ফিড ব্যবসায়ী আবু তালেব প্রাং জানান, এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের গোখাদ্যের দাম বেড়েছে। মানভেদে প্রতি কেজি ভুসি ৫৮-৬০ টাকায় বিক্রি হচ্ছে। 

কোয়ালীপাড়ার গরুর খামারি ময়েজ উদ্দিন জানান, গোখাদ্যের দাম যেভাবে বেড়েছে তাতে করে গরু পালন করা তার পক্ষে সম্ভব হবে না। তার খামারে আটটি গাভি রয়েছে। প্রতিদিন ৭০০-৮০০ টাকার খাদ্য খাওয়াতে হয়। সঙ্গে অন্যান্য খরচও রয়েছে।  


উপজেলার প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বত্রই গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় ঘাস চাষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে দুটি করে প্রদর্শনী প্লট তৈরি করা হবে। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক জানান, শুধু গোখাদ্যের মূল্য নয় সব ধরনের নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই খামারি ও কৃষকদের গোখাদ্যের সংকট মোকাবিলার জন্য বিকল্প পরামর্শ দেওয়া হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat