×
  • প্রকাশিত : ২০২২-০৮-২১
  • ৭১ বার পঠিত
রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য, গৌরবগাঁথা ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে বিতর্কিত করতেই দেশি-বিদেশি স্বাধীনতা বিরোধী শক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল।

তিনি আজ রবিবার রাজধানীর রেল ভবনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন,  বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সূত্রে গাঁথা। আলাদা করার কোনো সুযোগ নেই।

বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল।
তিনি বলেন, বঙ্গবন্ধু দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর দর্শন ছিল একটি আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলা। তিনি গরীব, দুঃখী, মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সারাজীবন চেষ্টা করেছেন।   

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সুষম সমাজ ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু ষড়যন্ত্রকারীরা সেটা চায়নি বলেই তাকে সপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন ধর্মকে ব্যবহার করে পাকিস্তানীরা দেশের মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে। তাই তিনি স্বাধীন বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন।

রেলপথ সচিব ড. মো: হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার। এতে মন্ত্রণালয় ও রেলওয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat