খেরসনে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধানের উপদেষ্টা সেরহি ক্লান বুধবার দাবি করেছেন, ক্রিমিয়া থেকে ইউক্রেনের দক্ষিণ দিকে আসা রেল লাইনের বেশ কিছু অংশ বিচ্ছিন্ন করে দিয়েছে ইউক্রেনের সেনারা।
সেরহি ক্লান জানিয়েছেন, এরফলে ক্রিমিয়া হয়ে ইউক্রেনের দক্ষিণ দিকে খেরসন বা মেলিতোপোলের মতো অঞ্চলগুলোতে রেল ব্যবহার করে আর সেনা বা রসদ পরিবহণ করতে পারবে না রাশিয়া।
রেল লাইন ধ্বংসের ব্যাপারে ইউক্রেনের এ কর্মকর্তা বলেছেন, এগুলো হলো শাখা যেগুলো কালানচাকের ভেরত দিয়ে গেছে, ব্রাইলিভকা থেকে ওলেস্কি রেল স্টেশন এবং খেরসন রেল ব্রিজের সাথে।
ক্রিমিয়া থেকে মেলিতোপোল পর্যন্ত একটি রেল লাইন ধ্বংস করে দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।
তাছাড়া রেল লাইনের ওপর থাকা রাশিয়ার মালবাহী ট্রেনও ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছেন সেরহি ক্লান।
এদিকে সাধারণত নিজেদের সামরিক সরঞ্জাম রেল পথে পরিবহণ করে থাকে রাশিয়া।
যদি ক্রিমিয়া থেকে ইউক্রেনের দক্ষিন দিকে সত্যি সত্যি রেলপথ বন্ধ হয়ে যায় তাহলে রাশিয়ার জন্য এটি হবে বড় একটি ধাক্কা।
গত একমাস যাবত দূরপাল্লার মিসাইল, যুদ্ধবিমান এবং দূরপাল্লার রকেট ব্যবহার করে খেরসনে রাশিয়ার রসদ পরিবহণ স্থাপনার ওপর হামলা চালাচ্ছে ইউক্রেনের সেনারা।
সূত্র: সিএনএন
এ জাতীয় আরো খবর..