×
  • প্রকাশিত : ২০২২-০৮-১০
  • ৬৩ বার পঠিত
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ার উপকণ্ঠে একটি গ্রামে স্থানীয় সময় বুধবার ভোরে রাশিয়ার ছোড়া চারটি মিসাইল আঘাত হেনেছে। এতে ৫২ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গভর্নর অলেক্সান্ডার স্টারুক ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছেন,  মিসাইল হামলায় চারটি বেসামরিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কয়েক ডজন বাড়ির ছাদ উড়ে গেছে, জানালা ভেঙে গেছে। 

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে বলে গভর্নর জানিয়েছেন। হামলায় গ্রামের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে বলেও জানান তিনি।

এদিকে,ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে মঙ্গলবার রাতভর হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার এ হামলায় কমপক্ষে ১১ ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন ওই অঞ্চলটির গভর্নর ভ্যালেনটির রেজনিচেনকো। 
 
ব্রিটেন দাবি করছে ইউক্রেনে রাশিয়া আরও শক্তি বৃদ্ধি করছে। বিশেষ করে পদাতিক বাহিনীর সদস্য বাড়াচ্ছে।

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, তৃতীয় সেনা কর্পস নামে মস্কো থেকে নতুন একটি সেনা ইউনিট পাঠানো হচ্ছে ইউক্রেনে।

রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat