দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে পুরোদমে চলছে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোড শেডিং। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১০ আগস্ট) রাজধানীর কোথায় কখন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে লোড শেডিংয়ের সূচিতে তা জানানো হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকার দুই বিতরণ কম্পানি ডিপিডিসি ও ডেসকো বুধবারের লোড শেডিংয়ের তালিকা প্রকাশ করেছে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই থেকে বিদ্যুৎ ঘাটতি কমাতে সরকারের নির্দেশনায় এলাকাভিত্তিক শিডিউল করে লোড শেডিং দেওয়া শুরু হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীতে লোড শেডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনেক এলাকায় শিডিউলের বাইরেও চলছে লোড শেডিং।
এ জাতীয় আরো খবর..